কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ–
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মার্মা, থানা অফিসার ইনচার্জ মোঃ পারভেজ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মার্মা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সুইমিপ্রু রোয়াজা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন, ৪নং কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজাই মার্মা সহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান- কার্বারী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন- সরকারের মোতাবেক জন্ম হওয়ার ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও এবং মৃত্যু হলেও একইভাবে নিবন্ধন করা বাধ্যতামুলক। নিবন্ধন না করলে কোনো ধরনের সেবা পাওয়া যাবে না। যদি কেউ জেনে-শুনে না করে তাহলে সেখানে মা – বাবা, অবিভাবকরা দায়ী থাকবেন। যদি কেউ না করে তাহলে নোটিশের মাধ্যমে আইনী ব্যবস্থার বিধান রয়েছে বলেও জানান।
জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে কাউখালী উপজেলার শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, শ্রেষ্ট সচিব কলমপতি ইউনিয়নের নির্মল চাকমা, শ্রেষ্ট সেবা গ্রাম পুলিশ ৩নং ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুইপাচিং মারমা।