লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলার ২নং উত্তর চর বংশী ইউনিয়নের অর্ধশতাধিক কৃষকের মাঝে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ বীজ বিতরণ করেন।
এছাড়া কৃষকদের মাঝে মালচিং পেপার, ফেরোমন ফাঁদ সহ কৃষি সামগ্রী বিতরণ করে প্রতিষ্ঠানটি। সমন্বিত কৃষি ইউনিট ভুক্ত কৃষি খাতের আওতায় চর বংশী ইউনিয়ন পরিষদের হলরুমে বিতরণ কার্যক্রম করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন, উত্তর চর বংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেক লক্ষ্মীপুর জোনের উর্ধ্বতন জোনাল ব্যবস্থাপক আবদুল মান্নান মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন, কোডেকের জোনাল হিসাব রক্ষক, এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক বৃন্দ।