বার্তা প্রেরক:মো:হাবিবুর রহমান,রাঙ্গামাটি।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাংগামাটি জেলার লংগদু উপজেলা ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের,চেয়ারম্যান জনাব সোলায়মান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবু,রাঙ্গামাটি জেলা আহবায়ক মো রাসেল তালুকদারের সুপারিশ ক্রমে ২১ সদস্য বিশিষ্ট লংগদু উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে ৩ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে রাঙ্গামাটি জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করতে হবে বলে জানিয়েছন কেন্দ্রীয় কমিটি।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ লংগদু উপজেলা ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন।
সাথে সংগঠনের প্রতিটা সদস্যকে ফরম পূরণ করতে হবে বাধ্যতামূলক বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান জনাব সোলোয়মান মিয়া। লংগদু উপজেলা কমিটির দায়িত্বে থাকছেন যারা :
১, মো জাহাঙ্গীর আলম :আহবায়ক
২,মো মাহাবুবুর রহমান, যুগ্ম আহবায়ক
৩,মো আনোয়ারহোসেন যুগ্ম
৪,মো মাসুদ রানা, যুগ্ম আহবায়ক
৫, মো গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক
৬, মো হামিদ,যুগ্ম আহবায়ক
৭, মো আলী আহাম্মদ সদস্য সচিব
৮, মোঃসহেল কবির সদস্য
৯, রাজু দে সদস্য
১০, মোঃআলমগীর হোসেন সদস্য
১১, শিরিন আক্তার সদস্য
১২, স্থৃতিবিকাশ চাকমা সদস্য
১৩ শাহনাজ পারভীন সদস্য
১৪, মোঃশাহজাহান সদস্য
১৫, নির্মল জলদাস সদস্য
১৬ মো ফারুক হোসেন সদস্য
১৭, অজিত জলদাস সদস্য
১৮,মো:মোতালেব সদস্য
১৯, শামীম হোসেন সদস্য
২০, মিজানুর রহমান সদস্য
২১, লোকমান হোসেন সদস্য
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙ্গামাটি জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো রাসেল তালুকদার বলেন,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হলো একমাত্র সংগঠন যাদের মূল লক্ষ হচ্ছে মানবজাতির সেবা করা তিনি আরো বলেন যে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অধিকার আদায়ের জন্য রাজ পথে লড়াই করছেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল,
তিনি আরো বলেন,আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা শাহবাগ চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচির দিক নির্দেশনা।