মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে জীপ গাড়ী উল্টে গুরুতর আহত হয়েছে ৭জন। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সুনসং পাড়া থেকে (লট -১৬৭৫) নং একটি মালবাহী জীপ রুমামুখী আসার পথে মুসলিম পাড়ার সংলগ্ন এলাকায় পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী জীপটি উল্টে যায়।
এ সময় ঘটনাস্থলেই গুরুত্ব আহত হয় ড্রাইভার মোস্তাক। এতে আরো আহত হয় ৬জন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে
আহত ব্যক্তিদের সাথে সাৎক্ষাকারে জানিয়েছেন, জীপ চালক ছিলেন মোস্তাক(৩৮)। অন্যান্যরা হলেন- গুড়া আজিজ (৩০), নুর হোসেন(৩২), অধির দাশ(৩৪), রাসেল(২৫), ও মোঃবাবু (২৫)সহ আরো একজন।