সাইফুল ইসলাম” রামগড়:
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি”র উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় জোন সদর দপ্তর এলাকায় বসবাসরত ১০০জন হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী (খাদ্য) বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় ৪৩ বিজিবি”র জোন কমান্ডার লেঃ কর্ণেল আবু বক্কর সিদ্দিক সাইমুন উপস্থিত থেকে এ সব ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৪৩ বিজিবি”র সহকারী পরিচালক (এডি)রাজু আহমেদ “বিজিবি”র পদস্থ কর্মকর্তা সদস্য বৃন্দসহ রামগড় উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন ও সাংবাদিক শ্যামল রুদ্র সহ প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।
উল্লেখিত ত্রান সামগ্রী চাল ৫ কেজি”আলু ৫ কেজি”ডাল ১ কেজি”তৈল ১ কেজি” লবণ ১কেজি। বিতরণ মোট ১০০জন।