সাইফুল ইসলাম “রামগড়।
পার্বত্য জেলা খাগড়াছড়ি”র রামগড় পৌরসভার ১নং ওয়ার্ড বল্টুরামটিলা এলাকা থেকে অবৈধ ভারতীয় ঔষধ ও কসমেটিকের চালান সহ মোহাম্মদ হানিফ (৪২) নাম এক ব্যাক্তিকে আটক করেছে রামগড় থানা পুলিশ। রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার উপপরিদর্শক মোহাম্মদ ফরহাদ এর নেতৃত্বে পুলিশের একটি ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ঔষধ ও কসমেটিকস্ আইটেম সহ হানিককে আটক করে” আটককৃত মোহাম্মদ হানিফ বল্টুরামটিলা এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে।
রামগড় থানার (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান,সীমান্ত এলাকায় অবৈধ মালামাল বহন সংক্রান্ত আইনে আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।