লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ১০০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন তার ছেলে
আব্দুর রহিম ( ৫৫ ) , নাতি তানজির হোসেন লিংকন ( ২২ ) ও নিজ সন্তান আব্দুর রহিমের স্ত্রী তাহমিনা আক্তার ( ৩৮ )।
রবিবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ নং চর মোহনা ইউনিয়নের দক্ষিন রায়পুর গ্রামে এ ঘটনা।
ঘটনার পর রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ভুক্তভোগী লুৎফর রহমান ( ১০০ ) তার ছেলে, পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে রায়পুর থানা অভিযোগ করেছেন।
লুৎপুর রহমানের মেয়ে খাদিজা আক্তার রুমা জানান, দুপুরে বাবার বাড়ি এসে দেখি বাবাকে আমার একমাত্র ভাই, তার বউ ও নাতি মারধর করে রক্তাক্ত করে রেখেছে। তারপর আমি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমার বাবার থেকে গত ৩ বছর আগে হাসপাতালের চিকিৎসার কথা বলে নিয়ে এসে প্রায় ১ কোটি টাকার সম্পত্তি আমার ভাই ও ভাইয়ের ছেলে বাবার থেকে জোরপূর্বক লিখে নিয়ে নেয়। বাবার থেকে সম্পত্তি নেওয়ার পর থেকে এ কয়েক বছর যাবৎ পরপর কয়েকবার অত্যাচার করে যাচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শিপন বড়ুয়া বলেন, লুৎফর রহমান থানায় এসে অভিযোগ করেছেন। আইনি ব্যবস্থা নেওয়া হবে।