মো. রবিউল হোসেন:- ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শাখার ১০তম ও মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ শাখার ৪র্থ তম (দ্বি-বার্ষিক) কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) মানিকছড়ি উপজেলা টাউন হলে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমার্ধে সংগঠনের উপজেলা শাখার সভাপতি মালাচাঁন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এতে উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী।
সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক কনেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদের উপজেলা আঞ্চলিক শাখার সভাপতি সুবল চন্দ্র ত্রিপুরা, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান আবদুল মতিন, ত্রিপুরা কল্যাণ সংসদের উপজেলা শাখার সাবেক সভাপতি প্রবাল কুমার ত্রিপুরা, যোগ্যাছোলা ইউনিয়ন উপ-আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কছম রাই ত্রিপুরা, উপজেলা আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি রাজেন্দ্র ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হেমন্ত ত্রিপুরা, সাবেক সভাপতি জুয়েল ত্রিপুরা ও কলেজ শাখার সভাপতি শিমুল ত্রিপুরা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘বাংলাদেশের ১৩টি উপজেলায় অনগ্রসর ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন বসবাস করে। তাদের আর্থসামাজিক ও শিক্ষায় উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামকে আরো সক্রিয় ভুমিকা রাখতে হবে’। সভাশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংগঠনকে খেলাধুলা সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী।
পরে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপজেলা শাখার ১০ তম ও কলেজ শাখা ৪র্থ তম (দ্বি-বার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শাখায় প্রেম চন্দ্র ত্রিপুরাকে সভাপতি, সত্যেন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও মাহিন্দ্র ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং কলেজ শাখায় বিপুল ত্রিপুরাকে সভাপতি, সুজন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও জয়সেন ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।