মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো. তৈয়ব আলী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় যোগ্যাছোলা ইউনিয়ন আ লীগের দলিয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে শারীরিক অসুস্থতা জনিত কারনে ইউনিয়ন আ.লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি নেন মো. নুরুল ইসলাম।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা ক্যয়জরী মহাজন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল মতিন ও যুবলীগ সভাপতি নুরুল আফসার শামীম প্রমূখ।
এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।