কাউখালী প্রতিনিধি, রাঙামাটিঃ
বাংলাদেশ সরকারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় কর্তৃক রাঙামাটিতে জেলা, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে তালিকা্ প্রকাশ করা হয়েছে।
রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সামশুদোহা চৌধূরী ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিকো চাকমাকে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ের বাছাই কমিটি কর্তৃক চৃড়ান্ত ভাবে মনোনীত করা হয়।
এব্যাপারে কাউখালী উপজেলা চেয়ারম্যান মোঃ সামশুদোহা চৌধূরী জানান, এই অর্জন পুরো কাউখালীবাসীদের অর্জন। এলাকাবাসীদের ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতার কারনে আজ এই শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হতে পেরেছি। আগামীতেও কাউখালীবাসীকে সঙ্গে নিয়ে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে ও ভালোবাসা এবং পাশে থেকে কাজ করে এগিয়ে যেতে চাই। এলাকাবাসীদের উন্নয়নের লক্ষ্যে সামিল হয়ে একসঙ্গে কাজ করার আশাব্যক্ত করেন এই শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান।
এদিকে ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিকো চাকমাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে চুড়ান্তভাবে নির্বাচিত খবরটি অনুভূতির কথা জানতে চাওয়া হলে বাংলা এফএম প্রতিবেদককে বিকো চাকমা জানান, শিক্ষা জীবনের শুরু থেকে কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের উপর প্রচুর সময় দিয়েছেন। সেই পরিশ্রম ও সময়কে প্রাধান্য দিয়ে আজ এই প্রথমবারের মতো জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে চুড়ান্তভাবে নির্বাচিত হয়ে শ্রেষ্ঠ শিক্ষকতার অর্জন করতে পারাটাই সার্থকতা হয়েছে। দীর্ঘ বছরের পর বছর বৃষ্টি বাদল তোয়াক্কা না করে নিজের পরিশ্রমকে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর ভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পাঠদানের সুফল মূল্যায়ন করায় উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়ের সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ব্যক্তিগত ও ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। তিনি আগামীতেও তার সহকর্মীদের সাথে করে প্রাথমিক স্তরের ছোট ছোট ছেলে-মেয়েদেরকে মানুষ গড়ার প্রত্যয় ও অঙ্গীকার নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সবার দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।
বাংলাদেশ সরকারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় কর্তৃক রাঙামাটিতে জেলা, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সহ মোট ১২টি ক্যাটাগরিতে তালিকা্টি গত ১৪ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। এতে শ্রেষ্ঠ ইউএনও, শ্রেষ্ঠ শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কর্মচারি সহ সর্বমোট ১২টি বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে চুড়ান্ত মনোনয়ন করা হয়।