রায়হান আহমেদ,পানছড়ি প্রতিনিধি:
পানছড়িতে বিভিন্ন পাড়া-মহল্লায় আইসিআরসি সহযোগিতায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট এর তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট ও পানছড়ি আজীবন সদস্যগণ অসহায়, হতদরিদ্র ১০০টিপরিবারের মাঝে কম্বল বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন আজীবন সদস্য রফিকুল ইসলাম বাবুল, আজীবন সদস্যও যুব প্রধান রায়হান আহমেদ ইউনিটের আর সি ওয়াই সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ।
এসময় ইউনিট যুব প্রধান রায়হান আহমেদ বলেন,যুব রেড ক্রিসেন্ট সবসময় মানবতার কাজ করে যাচ্ছে এবং আমরা পানছড়ির যুব সদস্যগণ সব সময় মানবতার পাশে ছিলাম এবং থাকবো।
আজীবন সদস্য রফিকুল ইসলাম বাবুল বলেন যুব সদস্যগণ যেভাবে করোনা মহামারীর সহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সকল আর সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।