সাইফুল ইসলাম “রামগড়।
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার” উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার রামগড়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ ইং উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১০টায় উপজেলা টাউন হলের সামনে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তাদের উন্নয়নের চিত্র তুলে ধরেন অতিথি ও স্থানীয় দর্শনার্থীদের মাঝে।
এসময় মেলার স্টল ঘুরে দেখেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ” উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ” সহকারী কমিশনার (ভূমি ) মানস চন্দ্র দাস সহ সরকারি পদস্থ কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।
উল্লেখ্য যে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে র্যালি, আলোচনা সভা, ফ্রি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে চলমান রয়েছে। এতে স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে। উপজেলা পর্যায়ের মেলা চলবে ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।