কামরুল ইসলাম,খাগড়াছড়ি সদর:
খাগড়াছড়ি জেলার তিনটি এতিমখানার ৩৬ জন এতিম শিশুকে সহায়তা দিয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রোভার স্কাউট গ্রুপ।
শুক্রবার সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে খাগড়াছড়ির ইসলামপুর দারুল আইতাম এতিমখানা, কাশিফুল উলুম মাদ্রাসা ও রসুলপুর মোহাম্মদিয়া এতিমখানার ৩৬ জন এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, ক্রীড়া সামগ্রী ও খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান, ১৩১ ফিল্ড ওয়ার্কশপ কোঃ ইএমই এর ওসি মেজর জাহাঙ্গীর হোসেন আজাদ, খাগড়াছড়ি জেলা রোভার স্কাউট সম্পাদক মোঃ দুলাল হোসেন, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, ও রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানবিক সহায়তা প্রদান করে আসছে। তার সাথে যোগ হয়েছে রোভার স্কাউট গ্রুপ। দুয়ে মিলে আমরা আগামীতে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবো। এতিম শিশুদের সহায়তা করতে পেরে আমরা আনন্দিত।’