হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বর্তমান সময়ে আপনার সন্তানকে আদর করুন, যত্ন করুন। তাদের ধমক দিয়ে কথা বলবেন না, বুঝিয়ে কথা বলুন। কোমলমতি শিক্ষার্থীদের ভালো পরিবেশে গড়ে তোলার চেষ্টা করুন। তারা যেনো মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দেশের মানুষের সেবা করতে পারে সেজন্য তাদের উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে গড়ে তুলতে হবে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পারিবারিক শিক্ষাটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। পরিবারের সাথে যেনো সন্তানদের ভালো সম্পর্ক গড়ে উঠে এবং তারা যেনো সব বিষয় পরিবারের সাথে ভাগাভাগি করে সেটাও মাথায় রাখতে হবে। চাপ দিয়ে জোর জবরদস্তি করে কিছুই করানো সম্ভব নয়। তাই তাদের অবস্থা বুঝে তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতে হবে।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজস্থলী উপজেলার ইউএনও শান্তনু কুমার দাশ এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন বেল্লাল, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, মিডিয়া পার্সন হাবীবুল্লাহ মিসবাহ। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মংবাথোয়াই মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুইসাইনপ্রু মারমা।