মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
৮ সেপ্টেম্বর, শুক্রবার সকালের দিকে মাটিরাঙ্গায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আউট ওব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (আনন্দ) এর উপজেলা প্রোগ্রাম ম্যানাজার আলোক প্রদীপ ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভুমি) মেজবাহ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, মাটিরাঙ্গা থানার (ওসি) মোঃ জাকারিয়া, আউট ওব স্কুল চিলড্রেনের উপজেলা প্রোগ্রাম সুপারভাইজার সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, মাটিরাঙ্গা উপজেলায় শিক্ষার হার আশানুরূপ নয় বিধায় শিক্ষার হার বাড়াতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশকে শিক্ষায় এগিয়ে নিতে শিক্ষার হার বাড়াতে সচেষ্ট এবং বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে বলে জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ শরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।