নিউটন চাকমা, কাউখালী প্রতিনিধি, রাঙামাটিঃ
রাঙামাটি কাউখালী উপজেলাতে বন্যায় ও ভুমি ধসে ক্ষতিগ্রস্থ ৫০টি অসহায় পরিবারকে মানবিক সহায়তা হিসেবে গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ ও ফ্যামিলী কিটস বক্স বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ইউনিসেফের সহায়তায় ৫০টি হতদরিদ্র ও অসহায় পরিবারকে ফ্যামিলী কিটস বক্স বিতরণকালে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরীয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, জেলা সমাজসেবা উপ-পরিচালক রূপনা চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাহাবুদ্দীন হোসাইন, ইউনিসেফ সোসাল ওয়ার্ক কনসালটেন্ট আলিফা আফরোজ, ৪নং কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমা, ৩নং ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মনিরুজ্জান মনির প্রমূখ।
সমাজসেবা ও ইউনিসেফ যৌথ উদ্যোগে প্রতিটি ফ্যামিলি কিটস বক্সের মধ্যে দুইটি (বড়দের) কম্বল, দুইটি (শিশুদের) কম্বল, ৪টি সাবান, ৪টি মশারোধী মশারী, একটি টর্চ লাইট, একটি ওয়াটার প্রুভ ব্যাগ।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহাবুদ্দীন হোসাইন জানান, উপজেলা সমাজসেবা কার্যালয় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা ও অসহায় গরীব শিক্ষার্থী ছাড়াও সমাজসেবা কার্যালয়ে নারী সদস্যদের ইউনিসেফের সহায়তায় ফ্যামিলী কিটস বক্স বিতরণ করা হয়।