মো. রবিউল হোসেন:- আগামি ৮ই সেপ্টেম্বর খাগড়াছড়ির মানিকছড়িতে ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মারমা উন্নয়ন সংসদের (মাউস) মানিকছড়ি উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন’২৩। সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে প্রচার প্রচারণা ও দাওয়াতি কার্যক্রম।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরের পর উপজেলার বিভিন্নস্থানে ঘুরে কমিটির সদস্য ও অতিথিদের মাঝে সম্মেলনের দাওয়াতি চিঠি বিলি করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্যরা। এছাড়াও অনুষ্ঠান সফলের লক্ষে নানা কর্মসূচি বাস্তবায়নে চলছে জোর প্রস্তুতি।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাচিং চৌধুরী জানান, ‘মারমা জনগোষ্ঠীর সামাজির ও সেবামূলক সংগঠন মারমা উন্নয়ন সংসদ (মাউস)। জনকল্যাণমুখী এই সংগঠন পার্বত্য চট্টগ্রামের সকল জেলা উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং সংগঠনের নিয়ামানুযায়ী কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় নানা আনুষ্ঠানিকতায় মানিকছড়ি উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই লক্ষে প্রস্তুতি নিচ্ছি আমরা’।