হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর গাইন্দ্যা বাজারে অন্যতম প্রাকৃতিক বনজ সম্পদ ফুলের ঝাড়ুর প্রচুর যোগান হয়েছে। উল্লেখ যে, সপ্তাহে মাত্র একদিন (প্রতি শুক্রবার) এই বাজারে হাটবার হিসেবে পরিচিত।
প্রতি শুক্রবার আশপাশের প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের লোক অনেক দূর দুরান্ত থেকে এই ইসলামপুর গাইন্দ্যা বাজারে তাদের নিজস্ব/প্রাকৃতিকভাবে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও কাঁচামাল বিক্রয় করতে নিয়ে আসে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে ঢাকা, চট্টগ্রাম, ভৈরবসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতাগণ আসে এবং এই দ্রব্য সামগ্রী/কাঁচামাল ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়। এই বাজারে মৌসুমি শাক সবজি এবং মৌসুমি ফসলের পাশাপাশি বিভিন্ন ধররনের প্রাকৃতিক বনজ সম্পদেরও মোটামুটি যোগান হয়।
প্রতিবছরের ন্যায় এই বছর শীতের মৌসুমেও এই মৌসুমের প্রাকৃতিক বনজ সম্পদ ফুলের ঝাড়ুর অনেক ভালো যোগান হয়েছে এই বাজারে। এই প্রাকৃতিক বনজ সম্পদ ফুলের ঝাড়ু বিক্রয় করার মাধ্যমে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষেরা আর্থিকভাবে কিছুটা সচ্ছলতা অর্জন করতে পারছে।