মোঃ সাদ্দাম হোসেন,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
যাত্রী সেবার মানোন্নয়ন ও জনদূভোর্গ লাগবের লক্ষে দোয়া ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চট্টগ্রাম,ফেনী,লক্ষীপুর ও কুমিল্লা রোডে শান্তি পরিবহনের নতুন কাউন্টার উদ্বোধন করা হয়েছে।
এ সময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হারুন অর রশিদ।
কাউন্টার পরিচালনা করবেন মাটিরাঙ্গা ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী ও মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম।
বৃহস্পতিবার ৩১ আগষ্ট বিকেল ৫ টায় মাটিরাঙ্গা চৌধুরী মার্কেটের নিচতলায় সম্পুর্ন্ন সিসিটিবি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রীত আধুনিক মানের কাউন্টার উদ্বোধন করা হয়।
এর আগে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবুল কাশেম ভুইয়ার সভাপতি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কাউন্টার উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার ব্যবসায়ী, সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।