(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলায় মহালছড়ি উপজেলায় মাইসছড়ি ইউনিয়ন প্রজ্ঞাবংশ শিশুসদনে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ৯০০কেজি চাল দান করা হয়েছে।
উল্লেখ্যে যে, অনাথ আশ্রমটি তিন পার্বত্য জেলায় সব থেকে বড় অনাথ আশ্রম। এ আশ্রমে ১২০জনের অধিক শ্রদ্ধেয় বৌদ্ধ ভিক্ষু ও শ্রমণগণ রয়েছেন।
উক্ত অনাথ আশ্রমে চাল দাতাদের মঙ্গল কামনায় রাতের বেলায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং অনাথ আশ্রমের পরিচালনা পর্ষদের প্রতিনিধিগণ দাতাদের অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।