মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়িতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, উপজেলা সদরের মুসলিমপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইনে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. মহিন উদ্দিন (২৮), পিতা- রফিকুল ইসলাম, সাং- মুসলিমপাড়া’কে ৬০ হাজার টাকা এবং উপজেলার ছদুরখীল এলাকা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ ধারায় অপরাধ ও ১৫ ধারায় মো. চাঁন মিয়া (৪২), পিতা- মৃত. রমজান আলী, সাং- ছদুরখীল উথোয়াই কার্বারিপাড়া’কে ১ লক্ষ টাকা জরিমানা করেন। এসময় উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‘উপজেলায় অবৈধ বালু ও পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে’।