কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ
জেলার কাউখালী উপজেলার জিআর নং-২৯৫/২২ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: সাইফুল ইসলাম, পিতা-মো: চাঁন মিয়া, সাং-কাঁশখালী (চান মিয়ার বাড়ী) নামে একজনকে কাউখালী থানা পুলিশ আটক করেছে। আটককৃত ব্যক্তি কাউখালী উপজেলাধীন ৩নং ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।
সুত্রে জানা যায়, আজ রবিবার সকালে (২৭ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) এস, এম, মামুনুর রশীদ, এসআই(নি:) মো: রোমান হোসেন, এএআই(নি:) মো: হাবিবুর রহমান খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কাঁশখালী এলাকা হইতে জিআর মামলা নং-২৯৫/২২ এর সাজা প্রাপ্ত পলাতক আসামী মো: সাইফুল ইসলামকে গ্রেফতার করে আজ দুপুরে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।