টুয়েল চাকমা, নানিয়ারচর প্রতিনিধি:
খেলাধুলা বাড়ায় বল মাদক মুক্ত হবো চল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নানিয়ারচর থানার আয়োজনে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুনামেন্ট আয়োজন করা হয়।
এসময়, উপস্থিত ছিলেন জনাব লেঃ কর্নেল গোলাম মাবুদ হাসান পিএসসি, জোন কমান্ডার নানিয়ারচর, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন পাল, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ জনাব সাব্বির রহমান, উপজেলা চেয়ারম্যান জনাব প্রগতি চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব নুরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা ক্রীড়া কর্মকর্তা জনাব আবুল বশর চৌধুরী।
ব্যাডমিন্টন টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর উপস্থিত অতিথিদের স্বাগত বক্তব্য প্রধান করা হয়, স্বাগত বক্তব্য প্রধানের সময় বক্তারা বলেন আগামীতে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ নানা ধরনের খেলার আয়োজন করা হবে।
এসময় নানিয়ারচর থানার দায়িত্ব পালনকারী অফিসার ও সকল সদস্যদের ধন্যবাদ জানান জনাব লেঃ কর্নেল গোলাম মাবুদ হাছান পিএসসি। তিনি বলেন আগামীতে নানিয়ারচর উপজেলায় সব ধরনের খেলার আয়োজন করা হবে। যদি নানিয়ারচর জোন কতৃক খেলার আয়োজন করা সম্ভব করা না-হয় তাহলেও সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। আগামীতে নানিয়ারচর উপজেলায় খেলার মাঠ তৈরির জন্য যথাসম্ভব চেষ্টা করবেন বলে তিনি জানান।
একজন খেলোয়ার মাদকদ্রব্য সেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য শুধুমাত্র শক্তি প্রয়োগ না করে খেলাধুলার মধ্য দিয়ে সকল মানুষের পাশে থেকে সকল অপকর্মের বিনাশ করা সম্ভব।
কবুতর ও ফানুস উড়ানোর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।