সাকিব আলম মামুন
লংগদু প্রতিনিধি-
রাঙামাটির লংগদু উপজেলায় লংগদু সদর ইউনিয়ন ও মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে সকাল ১০টায় উপজেলা সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর নেতৃত্বে পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পুস্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু।
প্রধান বক্তার বক্তব্যে বাবুল দাশ বাবু বলেন, আজকের দিনটি পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতার চেতনাকে বাংলার মাটি থেকে উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছিল।
তিনি আরও বলেন, এই শোককে শক্তিতে পরিনত করে সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
লংগদু সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নির্পণ চাকমা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, সাংগঠনিক সম্পাদক মিঠু বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম, জেলা পরিষদের সদস্য আসমা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি মো. চান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাদেক হোসেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান ও সাধারণ সম্পাদক রাশেদ খান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই দিনে উপজেলার সাতটি ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আলাদা আলাদা উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।