হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে রাজস্থলীতে।
রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতার প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ করা হয় ।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসুচী শুরু করা হয়।
পরবর্তীতে উপজেলা গণমিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে এবং উপজেলা ওসিএল এসডি আশিষ ভৌমিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া হয়েছিলো। বঙ্গবন্ধুর হত্যা ছিলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণিত কর্মকাণ্ড। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে।
যুদ্বাপরাধীদের বিচার হচ্ছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা দেশের বাইরে আছে তাদেরও দেশে এনে বিচার করার চেষ্টা চালাচ্ছেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লাঅং মারমা, কৃষি সম্প্রসারণ অফিসার আবুল খায়ের, গাইন্দ্যা ইউনিয়নের চেয়ারম্যান পুচিং মং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলি খান, সংবাদকর্মী, মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ ছাত্র ছাত্রীবৃন্দ।
কর্মসূচি শুরুর আগে বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ে “আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ” ১ মিনিটের ভিডিও চিত্র নির্মাণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২ জন যুবক ও ১ জন যুবতীকে মোট ২ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।