মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রবিবার (১৩ আগস্ট) সকালে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান আবদুল মতিন’কে শপথবাক্য পাঠ করান খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
অন্যদিকে বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩জন সংরক্ষিত নারী সদস্য ও ৯জন সাধরাণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী উপস্থিত ছিলেন।
পৃথক অনুষ্ঠানে স্থানীয় সরকার আইন অনুযায়ী চেয়ারম্যান-মেম্বারদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জান ও মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরাও তাদের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।