মংহাইথুই মারমা, রুমা প্রতিনিধি
টানা ৭দিন ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সচেতন নাগরিক সংগঠন।
শনিবার (১২আগস্ট) বান্দরবানে রুমা উপজেলার সদর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ২১৮ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অগ্রবংশ অনাথালয়ের মহাপরিচালক উঃ নাইদিয়া ভিক্ষু, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমাসহ সচেতন নেতাকর্মীরা।
বিতরণে ব্যয় হয়েছে ১লক্ষ ২৫ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে চাউল ৮ কেজি, ডাল ১কেজি, লবণ আধা কেজি ও তৈল আধা লিটার।
এ ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উঃ নাইদিয়া ভান্তে।