মো. রবিউল হোসেন:- ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বাটনাতলী ইউনিয়ন পরিষদ মাঠে আবুল হাসেম ও আবু তাহের মাসুদের যৌথ সঞ্চালনায় ও ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্ব শোক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ জব্বার।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, উপজেলা আ.লীগ সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম মোহন, আব্দুর রহিম, আব্দুল কাদের, তাজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শমসের আলী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতা ও আ.লীগ বিরোধীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চেয়েছিলেন। এর আগেই ঘাতকদের নির্মম বুলেটে তাঁকে শাহাদাৎ বরণ করতে হয়।’ বঙ্গবন্ধুর কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, ‘তিনি অত্যান্ত সৎ, উদার, দেশপ্রেমিক, সাহসী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মহান ব্যক্তিত্ব ছিলেন। সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের সংগ্রামে তিনি মৃত্যু, জেল, জুলুমকে কখনও ভয় পাননি। মানুষের মুখ দেখেই তার দুঃখ দুর্দশা বুঝে যেতেন তিনি। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন।’
বক্তারা আরও বলেন, ‘এবার ১৫ আগস্ট আমাদের মাঝে ভিন্ন প্রেক্ষাপটে এসেছে। আমাদের প্রত্যয় হোক-১৫ই আগস্ট কে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে’। এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৭টায় ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।