টুয়েল চাকমা, নানিয়ারচর প্রতিনিধি:
২৮শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পার্বত্য মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নানিয়ারচর উপজেলার ২নং নানিয়ারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গরীব ও অসহায় ৪০ পরিবারকে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
২নং নানিয়ারচর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডে যেসকল গরীব ও অসহায় শীতার্থ পরিবার রয়েছে সেই সমস্ত পরিবারকে শীতের কম্বল বিতরণ করায় অতন্ত্য আনন্দিত এলাকার বাসিন্দারা। উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতি বারের ন্যায় এবার শীতের কম্বল বিতরণ করায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পার্বত্য মানবিক ফাউন্ডেশনের সভাপতি বিপন চাকমা ও সকল সহযোগী সংগঠনের কর্মীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞানপন করেছেন।
এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নৃপেন চাকমা, রত্নসেন চাকমা, মুরুতিসেন চাকমা, লেলিন চাকমা প্রমূখ।
বিপন চাকমা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রত্নসেন চাকমা ও নৃপেন চাকমা।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি বিপন চাকমা স্বাগত বক্তব্যে জানিয়েছেন, পাহাড়ে শীতের তীব্রতা বেশি থাকায় আমাদের সংগঠন প্রতিনয়তই বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছি,এবং আমাদের জন্য সকলের দোয়া প্রার্থনা করছি।