সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
আশ্রায়ণ—২ প্রকল্পের আওতায় রাঙামাটির লংগদু উপজেলায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে নির্মিত জমিসহ ২৫টি ঘর হস্তান্তর করা হবে ভূমিহীন পরিবারের মাঝে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারা দেশে আশ্রয়নের গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। গৃহ হস্তান্তর উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা আকিব ওসমানের কার্যালয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সাংবাদিকদের জানানো হয়, আশ্রায়ণ—২ প্রকল্পের আওতায় লংগদু উপজেলায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে নির্মিত জমিসহ ২৫টি ঘর হস্তান্তর করা হবে। এছাড়াও ১ম ধাপের অসমাপ্ত আরো ৭টি ঘর রয়েছে এই তালিকায়। সব মিলিয়ে বুধবার মোট ৩২টি ঘর হস্তান্তরের কর্মসূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচীর এ প্রকল্পটিতে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ৪০০ বর্গফুট আয়তনের দুই কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা ঘর। যার সাথে রয়েছে একটি বারান্দা, রান্নাঘর ও একটি স্যানিটারি ল্যাট্রিন। এছাড়াও বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি রয়েছে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণের এ সকল ঘরের বেশিরভাগ সুবিধাভোগীরা হচ্ছেন সমাজের অবহেলিত সাধারণ জনগন। বিশেষ করে যারা বিধবা, স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ও বয়জেষ্ঠ্য ভূমিহীন পরিবার।
লংগদু উপজেলায় এপর্যন্ত মোট ৩২০টি আশ্রায়ণের ঘর নির্মিত হয়েছে। যার ইতোমধ্যে ২৮৮টি হস্তান্তর হয়েছে এবং আরো ৩২টি আগামীকাল (বুধবার) প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে সারা দেশের সাথে একযোগে উদ্বোধনের কথা রয়েছে।
প্রেস কনফারেন্সে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মো. এখলাস মিঞা খান, সাধারণ সম্পাদক কালের কণ্ঠের প্রতিনিধি আরমান খান, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাকিব আলম মামুন প্রমূখ উপস্থিত ছিলেন।