সাইফুল ইসলাম”রামগড় ‘খাগড়াছড়ি
আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় সারাদেশে চতুর্থ পর্যায়ে নির্মিত গৃহসূহের হস্তান্তর কার্যক্রম উদ্ভোধন উপলক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ” সোমবার ৭ আগস্ট দুপুর ১২টার সময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত )মানস চন্দ্র দাস এই প্রেস ব্রিফিং করেন। এসময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ” সহ সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
প্রেস ব্রিফিং এ (ভারপ্রাপ্ত) ইউএনও মানস চন্দ্র দাস বলেন আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে নির্মিত ঘর সারাদেশে এক যোগে আগামী ৯ আগস্ট ২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা” ঐসময় রামগড়েও ৬৫টি ঘর হস্তান্তর করা হবে।।এবার রামগড় উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে ৪র্থ পর্যায়ে (২য়-ধাপে) ভূমিহীন -গৃহহীন ৬৫ টি ঘর নির্মাণকাজ শতভাগ শেষ হয়েছে ” ৬৫টি গৃহের মধ্যে রামগড় পৌরসভায় ৩৭টি “রামগড় ১নং ইউনিয়নে ২৩টি ও ২নং পাতাছড়া ইউনিয়নে ৫টি ঘর নির্মাণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত ইউএনও মানস চন্দ্র দাস আরো জানান”ইতিপূর্বে ১ম”২য়”৩য়”এবং চতুর্থ পর্যায়ে ১ম ধাপে মোট ৪৭৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহপ্রদান করা হয়েছে।এর মধ্যে রামগড় পৌরসভায় ৫৩টি রামগড় ১নং ইউনিয়নে ২১৪টি”ও ২নং পাতাছড়া ইউনিয়নে ২০৯টি।