মংহাইথুই মারমা, রুমা প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢলে দ্রুত গতিতে বাড়ছে সাঙ্গু নদীর পানি, তলিয়ে গেছে উপজেলার নিমাঞ্চলের শত শত ঘরবাড়ি, অফিস ও দোকানপাট।
গত রোববার থেকে জেলা সদরের সাথে উপজেলার যানবাহন চলাচলের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। এলাকাবাসী সড়কের বিভিন্ন স্থানে ডিঙ্গি নৌকায় পারাপার হয়ে চলাচল করছেন। উপজেলার একমাত্র বাজার তলিয়ে যাওয়ায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পণ্য সরবরাহ বন্ধ হওয়ায় এরই মধ্যে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সংকট দেখা দিয়েছে। শুধু তা নয় ঘন্টায় ঘন্টায় ক্ষতিগ্রস্ত হয়ে পরেছে ভুক্তভোগী পরিবারের মাঝে।
উপজেলা সদরের কয়েকটি স্কুলে বন্যা দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে রুমা বাজার সংলগ্ন এলাকা, পাইলট পাড়া, হাসপাতাল এলাকা, ইডেন রোড, থানা পাড়া এলাকা হতে দুর্গতরা আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য জরুরী খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাহাড় এবং পাহাড়ের নিচে বসবাসকারীদের জরুরী ভিত্তিতে সড়িয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।