মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়িতে সামাজিক আর্থিক উন্নয়ন সংস্থা দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার গচ্ছাবিলস্থ সংস্থার কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক সুইচিংপ্রু মারমা সঞ্চালনায় ও চেয়ারম্যান কজাই মারমা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি থোইহ্লাপ্রু মারমা, উপজেলা সমবায় পরিদর্শক আবুল কাশেম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, কোষাধ্যক্ষ আম্যে মগ, শিক্ষা কমিটির সম্পাদক ম্রাসাথোই মারমা প্রতিষ্ঠাকালীন সদস্য মংবা মারমা ও ম্রাসাং মারমা প্রমূখ।
এসময় সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুইচিংপ্রু মারমা সংস্থার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘২০১৪ সালে এই দিনে ১৪ জন সদস্য ও ৩২০ টাকা মূলধন নিয়ে পথ চলা শুরু হয় দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের। বর্তমানে সাড়ে ৪ হাজার সদস্যের ৭ কোটি টাকা মূলধন দাড়িয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছি আমরা। সকলের সহযোগিতায় সংস্থার সদস্যদের ভাগ্য উন্নয়নে ভবিষ্যতেও কাজ করে যাবো’।
পরে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীকে সদস্যদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন সদস্যরা।