মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দাখিল পরীক্ষার (২০২৩) ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে উপজেলার গাড়িটানা নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা। সম্প্রতি প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে এ সাফল্য অর্জন করায় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।
মাদ্রাসা সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার দাখিল পরীক্ষায় অংশ নেয়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠানের মধ্যে গাড়িটানা নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এতে ৮৫% পাশের হার নিয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। অন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে উপজেলা সদরে প্রতিষ্ঠিত দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ৬৯ শতাংশ এবং উপজেলার গচ্ছাবিলে প্রতিষ্ঠিত মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসা ৭৭ শতাংশ পাশের হার অর্জন করে।
এ প্রসঙ্গে গাড়িটানা নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘১৯৮৬ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটি ২০১৩ সালে পাঠদানের অনুমতি পায়। অন্যান্য বছরের তুলনায় এ বছর উপজেলায় সব চেয়ে ভালো ফলাফল করেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলেই খুশি। এ ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে’।