সাকিব আলম মামুন,লংগদু প্রতিনিধি:
দেশব্যাপী বিএনপি-জামায়াত কর্তৃক হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটি লংগদুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
রবিবার (৩০ জুলাই) বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে মাইনীমূখ বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বারেক সরকার, উপজেলা যুবলীগের সভাপতি মো. চান মিয়া ও সাধারণ সম্পাদক কামাল পাশা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাদেক হোসেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীচক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানানো হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আলী, হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ চাকমা রকি, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।