মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বনাঞ্চল থেকে রাতের আধাঁরে পাচারকালে জীপভর্তি মূল্যবান সেগুন কাঠ জব্দ করছে সেনাবাহিনী। জব্দকৃত কাঠ সোমবার বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। জব্দ কাঠের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।
রোববার (৩০ জুলাই) রাতে উপজেলার মগাইছড়ি এলাকার বনাঞ্চলে প্রাকৃতিক ও সৃজিত বাগান থেকে মূল্যবান ৬৭ ঘনফুট সেগুন কাঠ বোঝাই জীপ (চাদেরগাড়ি) ঢাকা-জ-২২৫ পাচারকালে উপজেলার মগাইছড়ি এলাকা থেকে আটক করা হয়।
লক্ষীছড়ি উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা (ফরেস্ট) মো. মোজাম্মেল হক ভূইয়া বলেন, ‘সেগুনকাঠ ভর্তি জব্দ ৬৭ ঘনফুট কাঠের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। আটক কাঠের বিষয়ে বনআইনে মামলা প্রক্রিয়াধীন।