মো. রবিউল হোসেন:- দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, ভাংচুর ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৩০ জুলাই রোববার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ও দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি বাজার হয়ে মহামুনি ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মো. বাহার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম.এ.রাজ্জাক, যুগ্ন সম্পাদক এম.এ.জব্বার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস.এম রবিউল ফারুক, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু ও ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ‘বিএনপি-জামায়াত দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। সমাবেশের নামে তারা হামলা, অগ্নিসংযোগ ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তবে তাদের আর সুযোগ দেওয়া হবে না। আওয়ামীলীগ এর উচিত জবাব দেবে’। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি জাতীয় নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় রাখাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।