রায়হান আহমেদ,পানছড়ি:
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বইছে পানছড়ি প্রত্যেকটি ইউনিয়নে নির্বাচনী হাওয়া। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মনোনয়ন প্রত্যাশী সকল নেতাকর্মীরা। প্রত্যেকটি ইউনিয়নে নতুন পুরাতন সব মিলিয়ে চারজন পাঁচজন অধিক প্রার্থী দেখা গেছে।
সকলের দাবি তারা দলীয় মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখে। গত নির্বাচনে বিএনপি প্রার্থী দিলেও শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারেনি।
তাই এবার বিএনপি প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ভালো করে যাচাই বাছাই করে জনপ্রিয় ব্যক্তিকে প্রার্থী দিবে বলে আমরা জানতে পারি।
আওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রে পানছড়ি আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল মোমেন সাহেব বলেন দলের দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন এবং দলের গ্রহণযোগ্য ব্যক্তিকে এবার নৌকা মনোনয়ন দেওয়া হবে এ নিয়ে নীতিনির্ধারক কি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এবং আওয়ামী সেক্রেটারি জনাব বিজয় দেব বলেন, এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে যে নৌকা প্রতীককে জয়লাভ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পারবে।
সাধারণ ভোটার ও সচেতন ব্যক্তিগণ বলেন এবার নৌকা বা ধানের শীষ প্রতীক নয় ব্যক্তি ইমেজেই জয়লাভ করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন জনগণের সুখে-দুঃখে কাছে থাকবে এমন ব্যক্তিকে তারা ভোট দিবে বলে আমরা জানতে পারি।