কাউখালী প্রতিনিধি, রাঙামাটিঃ
জেলার কাউখালী উপজেলার সার্বিক পরিস্থিতি ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখেই উপজেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা সহ সব ধরনে কার্যক্রমকে চলমান রাখা এবং পর্যালোচনা পূর্বক কাউখালী নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরীয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান সামছুদ্দোহা চৌধুরী।
এসময় আইনশৃঙ্খলা কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মার্মা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মার্মা, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গাজীউল হক, ৩নং ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মার্মা, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা সভায় উপস্থিত ছিলেন।