মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস পিপিপি পিএইপি-২ প্রকল্প এর উদ্যোগে মানিকছড়িতে বিনামূল্যে ২৮ জন মাছ চাষী উপকারভোগীদের মাঝে কাতলা, রুই, গ্রাসকাপ, কাপিও, মৃগেল, নাইলোটিকা জাতেন মাছের পোনা চাষের জন্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে মানিকছড়ি উপজেলার উত্তর মরাডলু ও রেম্রা পাড়া এলাকায় ১৪ জন উপকারভোগীর পুকুরে মাছের পোনা ছাড়া হয় এবং খাঁচায় মাছ চাষী ৬ জন উপকারভোগী খাঁচায় মাছ চাষের জন্য জন প্রতি ২টি করে বিনামূল্যে নেট জাল প্রদান করা হয়েছে। বিতরনকালে কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের জুনিয়র কমসূচী কর্মকর্তা মো. ফরহাদ আজিম, মাঠ কর্মকর্তা মো. সোলায়মান ও সংশ্লিষ্ট মাঠ সহায়ক ও মাছচাষী উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় জুনিয়র কর্মসূচী কর্মকর্তা জুনিয়র কমসূচী কর্মকর্তা মো. ফরহাদ আজিম মাছ চাষের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে পুকুর পাড়ে সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা মেটিয়ে বাড়তি আয়ের জন্য উপকারভোগীদের উদ্বুদ্ধ করেন।
মাঠ কর্মকর্তা মো. সোলায়মান বলেন, মাছ চাষের মাধ্যমে প্রত্যান্ত এলাকায় মাছ চাষের উৎপাদন বৃদ্ধি পাবে, পরিবারিক আমিষের চাহিদা মিটবে। তাছাড়া পারিবারিক ভাবে চাষকৃত মাছ ও সবজি বিক্রি করে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।