মোহাম্মদ তৈয়বুল ইসলাম;রাঙ্গুনিয়া(চট্রগ্রাম)প্রতিনিধিঃ
চট্রগ্রামের রাঙ্গুনিয়ার হোসনাবাদ ইউনিয়নের সৌদি আরব প্রবাসী মুহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েক ধাপে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি গ্লাফ স্টার হাই প্রজেক্টের সিও এবং আল-বদর কন্ট্রাক্টিং কোম্পানি সৌদি আরব ও ডিপ কোয়ালিটি কোম্পানি’র পরিচালক পদে দায়িত্বরত আছেন।
মঙ্গলবার(২৬.০১.২০২১) তারিখ বিকেলে উপজেলার চৌমুহনীস্থ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের দলীয় কার্যালয়ে তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আক্তাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুহাম্মদ আলী শাহ নেছারী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি করিম উদ্দিন হাছানসহ ইসলামী ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ শাহ শাওন, সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ আব্দুল কাদের, উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সভাপতি এম এ কাদের জাহেদ, রাঙ্গুনিয়া দক্ষিন মধ্যম ইসলামী ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক রবিউল মোস্তফা রাফি প্রমুখ।
ছাত্র সেনা এম এ কাদের জাহেদ বলেন, প্রবাসী মুহাম্মদ শাহাবুদ্দিন এর পক্ষ থেকে করোনাকালীন সময়ে সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং রোগীদের মাঝে এম্বুল্যান্স ও নেবুলাইজার সেবা প্রদান ও মৃত ব্যক্তির দাফন কাফন ও সৎকার কাজে সহায়তা প্রদান করেন। এছাড়া বর্তমানে এই শীতের প্রকোপ থেকে বাচঁতে সাধারণ খেটে খাওয়া মানুষ ও মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং গরিব অসহায় দুস্থদের মাঝে এই শীতে শীতবত্র প্রদান করেন।
তার এই মহৎ উদ্যোগের কাজে সহায়তা করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ।