মংহাইথুই মারমা, রুমা প্রতিনিধি
নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ প্রায় নয় মাস দেশী ও বিদেশী পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞার পর রোয়াংছড়ি উপজেলা ব্যতিত রুমা এবং থানছি উপজেলায় সীমিত আকারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বান্দরবান জেলা প্রশাসন। তবে সশস্ত্র গোষ্ঠী কেএনএফের তৎপরতা এখনো পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি বিধায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে রুমা সেনা জোনে এক বিশেষ সভার আয়োজন করা হয়। রুমায় অবস্থিত সকল পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে সভাটি আয়োজন করে রুমা সেনা জোন। আজ (রবিবার) সকালে সেনা জোনের আয়োজিত সভায় পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ, পর্যটক গাইড, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রতিনিধি, রুমা পিএসসিউপজেলার জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল হাছান শাহরিয়ার ইকবাল, (জোন কমান্ডার, রুমা জোন), রুমা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুর হক, মেজর নোমান আল ফারুক, মেজর মোঃ রাওহাতুল ইসলাম রায়হান (জোন অফিসার), লেঃ এস এম আবু আল রাব্বি, উপজেলা ভাইস চেযারম্যান থাংখামলিয়ান বম, উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান বৃন্দ।
তবে উপস্থিতি সকলে মতামত অনুসারে বান্দরবানে রুমা উপজেলাতে আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার থেকে সপ্তাহে তিনদিন(বৃহস্পতি, শুক্র ও শনিবার) রুমা উপজেলায় একটি মাত্র বগালেক পর্যটন স্পটটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বগালেক পর্যটন স্পটে রাত যাপন করা যাবে না বলে এমনও সিদ্ধান্ত গ্রহণ করেন।
রুমা জোন কমান্ডার লেঃ কর্ণেল হাছান শাহরিয়ার ইকবাল বলেন, এলাকার সাধারণ চাষী, ব্যবসায়ী, পর্যটক গাইড এবং পর্যটনের সাথে সংশ্লিষ্ট সকলের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, এবং পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্ব সহকারে দেখবে। এজন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।