মো. রবিউল হোসেন:- গত ১০ই জুলাই খাগড়াছড়ির মানিকছড়ি সদর থেকে নিখোঁজ হয় স্কুলছাত্র মো. জসিম উদ্দিন (২১)। নিখোঁজের ৪ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি তার। ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন উৎকন্ঠায় দিন পার করা পরিবার। নিখোঁজ জসিম উপজেলা সদর ইউনিয়নের একসত্যাপাড়া এলাকার বাসিন্দা মো. ফজলুল হক ও আনোয়ার বেগম দম্পতির একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানাযায়, গত ১০ই জুলাই বিকেলে কম্পিটার প্রশিক্ষণের জন্য বাড়ি থেকে মানিকছড়ি সদরে যান জসিম। এরপর আর বাড়ীতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পর বৃহস্পতিবার মানিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবার। নিখোঁজ জসিম স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি-২০২৩ এ অংশগ্রহণ করে ফল প্রত্যাশী।
এদিকে সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা মা আনোয়ার বেগম জানান, চার সন্তানের মধ্যে জসিমই একমাত্র ছেলে (মেজো)। চারদিন যাবৎ সন্তানের খোঁজে বেরিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।
এ বিষয়ে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম জানান, নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ছেলেটিকে উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।