মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৪নম্বর তিনটহরী ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডে টানা মেয়াদে নির্বাচিত ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন(৪০) মৃত্যুবরণ করেছেন। ( ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)।
১৫ জুলাই রাত সাড়ে ৩টার পর চট্টগ্রামের একটি হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৪ছেলে ও ২ কন্যা, জামাতাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার বাদ জোহর ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মী ও ইউপি সদস্যরা শোক প্রকাশ করেছেন।