মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকা এবং দেশের আইন পরিপন্থী অবৈধ কাজে জড়িত থাকায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ শাখার সম্পাদক সম্পাদক মেজবাহ উদ্দিন ইমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মো. শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মাহমুদুল হাসানের যৌথ স্বাক্ষরিত এক আদেশে তাকে সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘মেজবাহ উদ্দিন ইমনের বিরুদ্ধে সংগঠন পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে’।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ একটি সুসংগঠিত ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোকতাদের হোসেন বলেন, ‘এই সংগঠনে জড়িত থেকে কেউ সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকলে কিংবা দেশের আইন পরিপন্থী ও অবৈধ কাজে জড়িত থাকলে অবশ্যই সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। মেজবাহ উদ্দিন সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এদিকে বহিষ্কারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মেজবাহ উদ্দিন ইমন বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে একটি মহল ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালাচ্ছে। প্রকৃতপক্ষে সংগঠনের নিয়মানুযায়ী উপজেলা কমিটি আমাকে বহিষ্কার করতে পারে না। বহিষ্কার করলে জেলা কমিটি করবে”।