বোয়ালখালী উপজেলার প্রবীণ শ্রমিকনেতা ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোহাম্মদ বাদশা ড্রাইভারের কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান।
৮জুলাই (শনিবার) রাতে হৃদরোগে আক্রান্ত বাদশা ড্রাইভার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তাঁর নিজ বাড়ি শ্রীপুরে মাগরিবের নামাজের পর জানাযা অনুষ্ঠিত হয়।স্থানীয় কবরস্থানে দাফন শেষে বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ মনজুর,৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ খান,সহ-সভাপতি মোজাম্মেল হক,জেলা যুবদল সহ-সভাপতি মোঃ দৌলত মিয়া,জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদ,বিএনপি নেতা শাহ্ আলম,মাহফুজুল হক শিবু,মোঃআলমগীর,মোঃ কহিদুল আলম,শাহ্ আলম বালি,যুবনেতা জানে আলম নান্নু,আনোয়ারুল আজিম,মোঃ আবদুল্লাহ,তাজুল ইসলাম রাসেল,মোহাম্মদ রোকসার,মীর আহম্মদ,ফারুক,জুয়েল খান,মোঃ রাসেদ,ছাত্রনেতা আমির হাসান শিমুল,আবু মুছা আসিফ, ইমরান রানা,আবু তাহের আবুসহ নেতৃবৃন্দ।