রিপন ওঝা,মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার মহালছড়ি থেকে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল সহ খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার থেকে ২৫ জানুয়ারী সন্ধ্যার দিকে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ জনতা।
খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ারে চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল চালনারত অবস্থায় একজনকে দেখতে পেলে সেখানে অবস্থানরত সাধারণ জনতার সন্দেহ হয়, পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ও মোটরসাইকেল দেখে নিশ্চিত হওয়া যায় যে সেটি মহালছড়ি থেকে চুরি হয়ে হওয়া মোটর সাইকেল। পরে চোরকে খাগড়াছড়ির থানা পুলিশ মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে সাথে সাথে ঐ রাতেই মহালছড়ি নিয়ে আসা হয়।
এর আগে ২৫ জানুয়ারী সকালের দিকে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ায় মহালছড়ি থানায় একটি সাধারণত ডায়েরি করা হয়।
আসামী উক্যইচিং মারমা(১৮), পিতাঃ মংশিলা মারমা, গ্রামঃ চৌংড়াছড়ি, থানাঃ মহালছড়ি।
এই বিষয়ে মহালছড়ি থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর নিশ্চিত করে বলেন যে, আসামীকে মহালছড়ি থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন উক্ত আটককৃত আসামীর বিরুদ্ধে মহালছড়ি থানায় ৩৭৯ ধারায় মামলা রজু করা হয়েছে। মামলা নং-২, তাং – ২৬/০১/২০২১ ইং। এই আসামীর সাথে অন্য কারোর সংশ্লিষ্টতা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।