মো. রবিউল হোসেন, নিজস্ব প্রতিনিধি:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খাগড়াছড়ি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আছেন গণিত বিভাগে অধ্যয়নরত ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন একই সেশনের মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুবেল গাজী।
সোমবার (৩ জুলাই) বিকাল তিনটায় খাগড়াছড়ি জেলার অনাবিল হোটেলে ইদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ইংরেজি বিভাগে অধ্যয়নরত ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো: রবিউল হাছান এবং নাট্যকলা বিভাগে অধ্যয়নরত ১৯-২০ সেশনের শিক্ষার্থী রানা দাস সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন।
কমিটির ছাত্র উপদেষ্টা মোঃ ইমরান হোসাইন, মোঃ শামিম আহমেদ (বদবচন), মোঃ ফোরকান আহমেদ সিয়াম, মোঃ সাজ্জাদ হোসাইন, মোঃ আলাউদ্দিন শাহ, শামসুল হক এর স্বাক্ষরে নবগঠিত কমিটি অনুমোদিত হয়
নবগঠিত কমিটির সভাপতি মোঃ মাহমুদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা সর্বোচ্চ কাজ করে যাবো। আগামীতে খাগড়াছড়ির সকল উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাবো। এক্ষেত্রে আমরা কমিটির সদস্যদের কাছে সহযোগিতা কামনা করছি। আশা করি সদস্যদের সাথে নিয়ে আমরা আরো অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
কমিটির সাধারণ সম্পাদক রুবেল গাজী বলেন, অ্যাসোসিয়েশনকে আরও এগিয়ে নিতে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে একটি অসাম্প্রদায়িক সংগঠন গড়ে তোলা হবে। শুধু খাগড়াছড়ি জেলা নয়, সকল উপজেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষাগ্রহণে অনুপ্রাণিত করা এবং এবিষয়ক দিকনির্দেশনা দিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খাগড়াছড়ি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন’ ২০১২ সালে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রকল্যাণমূলক কার্যক্রমসহ বিভিন্ন ছাত্র সমস্যা সমাধানে কাজ করে আসছে এই সংগঠনের নেতারা ও সদস্যরা।