মো. রবিউল হোসেন:- পার্বতঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন। এরই অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়নের পক্ষ থেকে ৬ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) সকালে শহীদ লে: মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে রিজিয়নের আওতাধীন ৫ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তেল ও লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরন করেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি। একইসাথে শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।
এ সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা ও রিজিয়নের বিএম মেজর খালেদসহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।