সাইফুল ইসলাম “রামগড় প্রতিনিধি:
উচ্চ আদালতের রিট পিটিশ অনুসারে অবৈধ ইটভাটার কার্ক্রম নির্দেশনা মোতাবেক হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অনুমোদনহীন রামগড় উপজেলার ৯টি ইটভাটাকে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত।
রামগড় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন সরেজমিনে উপস্থিত থেকে ২২জুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন সাংবাদিকদের জানান , মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১২০৪/২০২২ মূলে ২২ জুন ২০২৩ তারিখের আদেশ মোতাবেক এবং জেলা প্রশাসক খাগড়াছড়ি’র নির্দেশে ২২ জুন ২০২৩ তারিখ বিকাল হতে রামগড় উপজেলার ৯টি ইট ভাটা সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় থানা পুলিশের ফোর্স, ইউএনও অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।